ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

সাভারে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৬, ১৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০০:০৯, ১৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ এর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেবকে (৪৫) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব ৪। আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।

শুক্রবার রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৪ এর এ এসপি সাগর দীপা বিশ্বাস।

র‌্যাব ৪ এর এ এসপি সাগর দীপা বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে ওই এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র গুলি ও গুলির খোসা খাচাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

র‌্যাব আরো জানায়, ওই ইউপি সদস্য অবৈধ অস্ত্র দেখিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিলেন অনেকদিন ধরে। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি