ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নানা কর্মসূচিতে বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৯

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়।

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

পরে বাগেরহাট হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামুজ্জামান টুকু, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীনসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। একইসঙ্গে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি