ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসাইনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসাইনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি ঝালকাঠি উপজেলর নলছিটিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসাইন নলছিটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।

তার মেয়ে তাসলিমা বেগম একজন কলেজ শিক্ষিকা এবং হাফিজা বেগম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

বীর এই মুক্তিযোদ্ধার ছেলে আতিকুর রহমান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার, ডা. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাপ্পি রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি