ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ১৫ দিনব্যাপী বিজয় মেলা শুরু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা। স্থানীয় কর্নেট সাংস্কৃতিক সংসদ আয়োজিত শহরের সাধারণ পাঠাগার চত্বরে মঙ্গলবার রাতে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী। পরে সংগঠনের কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মেলার মঞ্চে প্রতিদেন পরিবেশিত হবে বিভিন্ন সংগঠনের পরিবেশিত বিজয়ের গান, নৃত্য, কবিতা আবৃত্তি, সংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলায় চারু-কারুপণ্য, কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশি শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিলসহ বিভিন্ন সামগ্রীর ৬০টি স্টল বসেছে। এছাড়াও রয়েছে ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি