ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি