ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ঢাবি ছাত্রী ধর্ষণ ঘটনায় ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৮ জানুয়ারি ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি শ্যামল সরকার ও এম সবুজ প্রমুখ।

কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। সেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্যাতন বিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি