ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিপণ না দেয়ায় ৭ বছরের শিশুকে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের তাহিরপুরে মোহাম্মদ তোফাজ্জল হোসেন নামে ৭ বছরের এক শিশু অপহরণের ঘটনায় মুক্তিপণ না দেয়ায় তাকে হত্যা করেছে অপহরণকারীরা। সে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বাশতলা গ্রামের জোবায়েল মিয়ার ছেলে। 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় বাশতলা গ্রামে একটি বাড়ি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অপহরণকারীরা বাশতলা গ্রামে শিশুটির বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে মুঠোফোনে শিশুটির বাবা জোবায়েল মিয়া ও তার স্বজনদের নিকট ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারী চক্র।

এ ঘটনায় শিশুটির বাবা পরদিন বৃহস্পতিবার তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও সে সময় হুমকি দেয় অপহরণকারীরা। 

শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।’

এআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি