ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত, সম্পাদক তাসরিন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৩, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

“ছাত্র জনতা ঐক্য গড়ে, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিফাত আমিন রিয়নকে সভাপতি, তাসরিন সুলতানাকে সাধারণ সম্পাদক এবং রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

গতকাল জেলা শহরের শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।

সম্মেলন উদ্বোধন শেষে শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ থেকে একটি সুসজ্জিত র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। রালী শেষে উদ্বোধনি সমাবেশে জেলা আহবায়ক রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে ও তাসরিন সুলতানা'র সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, কেন্দ্রীয় সহ-সভাপতি নাদিম মাহমুদ, ছাত্র ইউনিয়ন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাবেক নেতা ইউনুছার রহমান প্রমুখ।

সম্মেলনে উদ্বোধন ঘোষণা করে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি ছাত্র আন্দোলনে ছাত্রদের ন্যায় সংগত দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র ইউনিয়ন। ছাত্র সমাজ এখনও ছাত্র ইউনিয়নেই ভরসা রাখে।

অতিথির বক্তব্যে সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু বলেন, বাংলাদেশের কান্তিলগ্নে ছাত্ররা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এবং ছাত্র ইউনিয়ন ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনের আন্দোলনেও ছাত্র ইউনিয়নকেই দায়িত্ব নিতে হবে।

সম্মেলন পরবর্তী কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজল রানা, রমজানুল ইসলাম, রেজুয়ান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাছুম হোসেন, তাসমিনা সুলতানা, নাদিম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিশির ইমতেয়াজ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল হোসেন, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক আসিফ খান শরিফুল, সাংস্কৃতিক সম্পাদক রাফিউজ্জামান প্রান্ত, কার্যকরী সদস্য তরিকুল ইসলাম, রোহান হোসেন, তানভীর ইসলাম প্রমুখ। কাউন্সিল শেষে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি