ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

গরু চোর ধরতে মসজিদে মাইকিং, গণপিটুনিতে নিহত ৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:৫৪, ১৩ জানুয়ারি ২০২০

যশোরের অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগের পাশেই সদরের বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে পিকআপে উঠায় চোরেরা।

খোরশেদ আলমের পরিবার ও প্রতিবেশীরা বুঝতে পেরে মসজিদের মাইকে গরু চোর ধরার ঘোষণা দেয়। এসময় গ্রামবাসী বেরিয়ে চোরদের ধাওয়া করে প্রেমবাগ রেলক্রসিংয়ের পাশে স্কুল মাঠে তাদের ধরে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় কয়েকজন গরু চোরকে গ্রামবাসী ধাওয়া করে।

ধাওয়া খেয়ে পলায়নরত ব্যক্তিরা অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ঢুকে পড়ে। এসময় এ গ্রামের মানুষরাও তাদের ধাওয়া করে স্থানীয় স্কুল মাঠে ধরে পিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলে দুইজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর একজনের মৃত্যু হয়।

তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এসময় পিকআপ ভ্যান জব্দ ও তিনটি গরু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি