ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সন্ধ্যা নদীতে বালু উত্তোলনে ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বরিশালের বানারীপাড়া উপজেলায় বালু মহল ইজারা দেওয়ায় নদীর তীরবর্তী কয়েক হাজার বাসিন্দা নদি ভাঙনের হুমকির মধ্যে পড়েছে। বালু মহল ইজারা বন্ধ করা না হলে গৃহহীন হয়ে পড়বে হাজারো মানুষ বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

নদীর অব্যাহত ভাঙনের কবলে পড়েছে বরিশাল-মিরেরহাট পাকা সড়ক, স্থানীয় একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ। বিশেষ করে বানারীপাড়ার চাখার ইউনিয়নের চিড়াপাড়া, চালিতাবাড়ী গ্রাম ও ঐতিহ্যবাহী মিরেরহাট বাজার ভাঙনের মুখে।

সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম বানারীপাড়ার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। 

এছাড়া স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীর ভাঙন কিছুটা কমে আসে। 
তবে এরইমধ্যে বালুদস্যুরা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে হাইকোর্টের রিট নিস্পত্তি করে পূনরায় বালুমহাল ইজারা নিয়েছে বলে জানায় স্থানীয়রা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি