সিরাজগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ টি-২০ এর তৃতীয় আসর সম্পন্ন
প্রকাশিত : ২০:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ারলীগ টি-২০ এর তৃতীয় আসর। শনিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ সামসুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ারলীগ টি-২০ এর ফাইনাল খেলা। সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ সিক্সর্সাস এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সিক্সর্সাস এর অধিনায়ক ট্রসে জয় লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
সিরাজগঞ্জ টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। জবাবে সিরাজগঞ্জ সিক্সর্সাস ১৭.২ বলে সবকটি উইকেট হারিয়ে ৬৯ রান করে। খেলায় সিরাজগঞ্জ টাইগার্স টানা তৃতীয় বারে মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় পুরো ষ্টেডিয়াম দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, বিপি এম, পৌর চেয়ারম্যান সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আবু উসুছুফ সূর্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী খেলাধুলার উন্নয়নের সকল প্রকার সহযোগীতা প্রদানের কথা জানান।
সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে এ বছর ফ্রাঞ্জাইজ ভিক্তিক এই লীগে ৬ টি দল অংশগ্রহণ করে।
কেআই/আরকে
আরও পড়ুন