ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে কোচিং চালানোর অভিযোগে বিসিএস একাডেমী সিলগালা

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

সরকারি নিষেধাক্কা অমান্য করে কোচিং চালানোর অভিযোগে জয়পুরহাটে বিসিএস একাডেমী নামে এক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।

জয়পুরহাট শহরের চিত্রারোডে বিসিএস একাডেমীর সামনের দরজায় তালা দিয়ে বন্ধ করে পাহারা রেখে পেছনের দরজা দিয়ে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করিয়ে ভেতরে কয়েকটি কক্ষে সু-কৌশলে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন।

এমন সংবাদ পেয়ে সন্ধ্যার আগে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে প্রবেশ করলে তারা বলেন, কোচিং চালাতে পারবেন, নিয়ম আছে এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তখন স্থানীয় প্রশাসনকে খবর দিলে তারা আসার আগেই কোচিং সেন্টারের পরিচালক ও কয়েকজন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সহ সবাই দ্রুত সটকে পড়েন। 

পরে রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এসে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি