ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আজ পহেলা ফাগুন একই সাথে ভালোবাসা দিবস। দুটি দিবস একইদিনে হওয়াতে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। 

বরিশাল সরকারি মহিলা কলেজে প্রতিবারের মত এবারো সকাল ১০টায় বকুলতলার আলোকায়ন মঞ্চে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।

দিনভর এই অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বাসন্তী রঙের শাড়ী আর খোপায় বাহারি ফুল গুজে বর্ণিল সাজে সেজেছে। কোকিলের কুহুতান আর বাহারি ফুলের সমাহার বলে দিচ্ছে সত্যিই ঋতুরাজ বসন্ত এসেছে। তাই তারা আজ উপভোগ করছেন বসন্তের আগমনী বার্তা। 

অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমি এবং জগদীশ স্বারশ্বত বালিকা বিদ্যালয় মাঠে উদিচী তিন দিনের বসন্ত উৎসবের আয়োজন করেছে। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি