ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।  

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার । স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মূখ্য পাট পরিদর্শক ইসমাইল হোসেন। বক্তারা পাটজাত পণ্যেও অধিক ব্যবহার নিশ্চিত করার আহবান জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি