ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে মতিবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪১, ১২ মার্চ ২০২০

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জনমিলন কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, জেলা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, টাউন সিনিয়র মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম।

এসময় শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সবাইকে করোনা ভাইরাসের বিস্তাররোধে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসময় সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নেরও উদ্যোগ নেয়া হয় সভায়।

এআই/

 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি