ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নওগাঁয় আরও ৩২ জন হোম কোয়ারেন্টাইনে, একজনকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ১৮ মার্চ ২০২০

নওগাঁর ১১ উপজেলার মধ্যে আট উপজেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ১২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে বুধবার (১৮ মার্চ) ১৪ দিন পূর্ণ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

এদিকে জেলার ধামইরহাটে হোম কোয়ারেন্টাইনে না থেকে ব্রুনাই ফেরত এক যুবক বাহিরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ১ হাজার টাকা জরিমানা করেছে। 

বর্তমানে নওগাঁয় ৯৯ জন হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রয়েছে। তারা সকলেই সুস্থ্য রয়েছেন বলে বুধবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল। 

তিনি বলেন, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি