ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টাইনে ৩৭৬ প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ২১ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আজ শনিবার পর্যন্ত জেলায় ৩৭৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির জরুরি সভায় এ তথ্য তুলে ধরা হয়।

আজ শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তর মোঃ শাহ আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। 

সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সবাইকে সচেতন হবার আহ্বান জানানো হয়। এছাড়া সভায় করোনা ভাইরাসকে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় বাজার মূল্য ঊর্ধ্বমূখী হওয়ায় ব্যবসায়ীদের ভৎসনা করা হয়।  দ্রুতই বাজারে অভিযান চালানো হবে বলে হুশিয়ারি দেন জেলা প্রশাসক।  

এদিকে সকালে আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট ও টুপি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি মোঃ আদনান হোসাইল উজ্জ্বল, সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক ইফতি, যুগ্ন সাধারণ সম্পাদক রুমি, দপ্তর সম্পাদক বাবু, কার্যকরী সদস্য রুবাইয়া, তারেকসহ সংগঠনে অন্যান্য সদস্যরা। 

আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সভাপতি আদনান হোসাইল উজ্জ্বল বলেন, করোনা ভাইরাসে আতষ্কিত না হয়ে প্রতিরোধে সচেতন হতে হবে। সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি