ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৭, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিরিনা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শিরিনা বেগম বিষ্ণুপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের দুবাই প্রবাসী মো. রূপ মিয়ার স্ত্রী ও চার সন্তানের জননী। তার একমাত্র ছেলেও সৌদি আরবে থাকেন। 

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গলায় ওড়না পেচানো ছিলো তবে শরীরে আগাতের কোন চিহৃ নেই।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি