ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বরিশালে আজ মাঠে নামছে সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বরিশালে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী। বরিশালের শেখ হাসিনা সেননানিবাস থেকে ৭ম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা বরিশালে দায়িত্ব পালন করবেন। 

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলা ১১টায় বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান। 

এদিকে ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় মাদারীপুরের সঙ্গে সীমান্তবর্তী বরিশালের গৌরনদী উপজেলাকে বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলা থেকে যাতে করে অবাধ যাতায়াত করতে না পারে সেজন্য প্রশাসনের চেকপোস্ট বসানো হয়েছে। 

জেলায় এখন পর্যন্ত ৩৯৫ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে, গতকাল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি