ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

স্বল্প আয়োজনে বরিশালে স্বাধীনতা দিবস পালিত 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে বরিশালে স্বল্প আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনি দেয়ার মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে বেলা ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় বরিশাল সার্কিট হাউজে।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামেন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, বিভাগীয় রেঞ্জ (ডিআইজি) মো. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন। 

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত, হাত ধোয়ার সামগ্রী বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বাসায় ফুল, মিষ্টি, স্মারক ও উপহার প্রেরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি