ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে র‌্যাবের ত্রাণ সহায়তা 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৪, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে আয় রোজগারহীন অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম। 

গতরাত থেকে আজ সোমবার মধ্যরাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এসব খাদসামগ্রী পৌঁছে দেন তিনি।

র‌্যাব কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘তার নিজের অর্থে এবং সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় ঘরবন্দি অসহায় মানুষদের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।’ 

এতে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবন ও ওষুধ। এসময় তিনি মাইকিং করে প্রত্যেককে ঘর থেকে বের না হতে এবং পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি