ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে হতদরিদ্রদের পাশে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৮, ৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনার প্রভাবে বিপাকে মৌলভীবাজারের হাজারো হতদরিদ্র। তাদের পাশে দাঁড়িয়েছে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা। 

গত এক সপ্তাহ জেলার গ্রামে গ্রামে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। এতে রয়েছে- চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষধসহ অনান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য।

সংস্থাটির সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন সাংবাদিকদের জানান, ‘সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। দেশে ফিরে গৃহবন্দি থাকা অবস্থায়ও তারা কর্মহীন অস্বচ্ছলদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে এ প্রতিষ্ঠান র‌্যাব, পুলিশ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের মাধ্যমে অন্তত ১ হাজার ২শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি