ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীতে সড়কের পাশে যুবকের ঘাড়কাটা লাশ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ৩ এপ্রিল ২০২০

নোয়াখালীতে অজ্ঞাত (৩২) এক যুবকের ঘাড়কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের সোন্দলপুর চৌরাস্তা মিয়া বাড়ী সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলাম জানান, ‘ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মিয়া বাড়ী এলাকার সড়কের পাশে কম্বল মোড়ানো অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে রাতে কোন একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রাক বা কাভার্ডভ্যান থেকে ফেলে দিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি