ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ত্রাণের চাল বিক্রির দায়ে ইউপি সদস্যসহ আটক ৩ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ৭ এপ্রিল ২০২০

নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চাল বিক্রি ও ক্লাব ঘরে মজুদ রাখার দায়ে ইউপি সদস্য ও ডিলারসহ ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে একটি ক্লাব ঘরে মজুদ ও ১৩ বস্তা ত্রানের চালসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মৃত শাজাহান আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন শাহ (৪০) , উপজেলার বিশ্বাসপুর গ্রামের মৃত মহিতুল্লার ছেলে ডিলার লুৎফর রহমান (৫৭) ও চাউল ব্যবসায়ী (কালোবাজারি ক্রেতা) বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার কৈডালা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম হোসেন (৪৭)।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার উপজেলার বোয়ালিয়া বাজারে ত্রানের ১০ টাকা কেজি দরের চাউল অনিয়মের মাধ্যমে বিক্রি করার সময় স্থানীয় জনতা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন শাহর ক্লাব ঘর থেকে ত্রাণের ১৩ বস্তা চাউলসহ আটক তিনজনকে উদ্ধার করে সিংড়ায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি