ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

প্রতিবেশিদের ত্রাণ দিল ভ্যানচালক ও তাঁর মা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৬, ১৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:২৮, ১৪ এপ্রিল ২০২০

সারাদেশে যখন করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন বিপর্যস্ত। এতে কর্মহীন শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে। প্রতিবেশিদের কষ্ট দেখে সহ্য করতে না পেরে পাশে দাঁড়িয়েছেন এক দিনমজুর ভ্যান চালক ও তাঁর মা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোর্কণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩২ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ওই গ্রামের ভ্যানচালক রমজান আলী ও তার মা রাবেয়া বেগম।

প্রতিবেশিদের কষ্ট দেখে সহ্য করতে না পেরে তারা এ উদ্যোগ নিয়েছে বলে জানান, রমজান ও তাঁর মা। তারা ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল,আধা কেজি তেল,আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, ১ কেজি আলুও ১টি করে সাবান দিয়েছেন।

ভ্যানচালক রমজান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ আজ কর্মহীন। নাসিরনগরে চলছে অঘোষিত লকডাউন। কেউ কাজে যেতে পারছেনা। নাসিরনগরে অনেক ধনী লোক আছে কিন্তু তারা এগিয়ে আসছেনা। আমি নিজেও একজন গরীব মানুষ। তারপরও পাশের মানুষের কষ্ট দেখে ৩২ জন অসহায় মানুষকে ত্রাণ দিয়েছি। তিনি আরও বলেন,পাশের মানুষ ভালো থাকলে আমরাও ভাল থাকব।
কেআই/  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি