ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ত্রাণের দাবিতে লালমনিরহাটে রাস্তায় অটোচালকরা 

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ১৭ এপ্রিল ২০২০

ত্রাণের দাবিতে রাস্তায় লালমনিরহাটে বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন ইজিবাইক ও অটো চালকরা। 

দিন আনে দিন খাওয়া এসব মানুষ করোনার প্রভাবে গৃহবন্দি হয়ে পড়েছেন। এতে করে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কর্মহীন হওয়ায় পরিবার নিয়ে জীবন চালাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের। 

এমন অবস্থায় আজ শুক্রবারও ত্রাণের দাবিতে জেলার বিডিআর গেট, ডালপট্টি, স্টেশন রোড, শফিবাড়ি বাজার, দুর্গাপুর, বামনের বাসা, হাজীগঞ্জসহ বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন ইজিবিাইক ও অটো রিকশা চালকরা। 

জানা গেছে, কর্মহীন এসব মানুষদের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ খোঁজখবর নিচ্ছেন না। নামের তালিকা ও ভোটার পরিচয়পত্রের ফটোকপি নিলেও মিলছে না কোন ত্রাণ সহযোগিতা। 

অটো চালকরা জানান, ‘করোনার প্রভাবে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় পরিবার নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনও সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে আমাদের। এমনকি জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে কোনও ত্রাণ।’

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি