ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

ফেনীতে গার্মেন্টস কর্মীদের ঢাকায় ঢুকতে পুলিশের বাধা

 ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫১, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

দ্রুত কাজে যোগদান করতে বলা হয়েছে অফিস থেকে, তাই বিভিন্নস্থান থেকে গার্মেন্টস কর্মীরা দলে দলে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। রবিবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ঢাকামুখী ছোট বড় বিভিন্ন পরিবহণে করে গার্মেন্টস কর্মীদের যেতে দেখা যায়। তবে পুলিশ চেকপোস্ট বসিয়ে চেষ্টা করছে তাদের আটকে দিতে।  

পুলিশ জানায়, নির্দেশনা মোতাবেক ৫ মে পর্যন্ত গনপরিবহণ বন্ধ তবু গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন মাধ্যমে সামাজিক দুরুত্ব না মেনে জরুরী পণ্যবাহী ট্রাক,কাভার্ডভ্যান, পিকআপ ভ্যনে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছে।তাই ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহণ তল্লাশি চালাচ্ছে তারা। 
পুলিশ বলছে নির্দেশনা না থাকায় তাদের আটকে দেয়া হচ্ছে।  

এদিকে গার্মেন্টস কর্মীরা বলছে গার্মেন্টস খুলেছে বলে কারখানা থেকে ফোনে তাদের জানানো হয়েছে। না গেলে চাকুরীচুত্য করা হবে বলে কতৃপক্ষ হুমকি দিয়েছে তাই তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি