ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শরণখোলায় ত্রাণ দিল সেনাবাহিনী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ২৭ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:২১, ২৭ এপ্রিল ২০২০

রেশনের বরাদ্দ থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগ্রেডের একটি দল সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় দুস্থদের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

এসময় করোনাভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মানুষকে ঘরে থাকার আহবান জানান সেনা সদস্যরা।

শেখ হাসিনা সেনানিবাসের ৪৩ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্ণেল শামস ইয়াসিন খান ও ক্যাপ্টেন আরাফাত হোসেন অনি ত্রাণ বিতরণ দলের নেতৃত্ব দেন।

কর্নেল শামস ইয়াসিন খান বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। তার ধারাবাহিকতায় আমাদের রেশনের বরাদ্দ থেকে গ্রামের প্রকৃত গরীব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি