ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সচেতনতায় শ্রীমঙ্গলের গণমাধ্যমকর্মীরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ২ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনা ঝুঁকি নিয়েই সংবাদ সংগ্রহ করছেন সারাদেশের গণমাধ্যমকর্মীরা। থেমে নেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবও। 

পাশাপাশি সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রান্তিক পর্যায়ের এসব গণমাধ্যমকর্মীরা। 

শুক্রবার (১ মে) জেলার প্রবেশদ্বার লছনা এলাকায় পুলিশের সাথে বাহির থেকে আসা লোকদের পর্যবেক্ষণ করেন এবং নন কন্টাক থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করেন।

এর আগে তারা শ্রীমঙ্গল শহরে করোনা সচেতনতায় মাইকিং, জীবাণুনাশক স্প্রে ছিটানোর পাশাপাশি গৃহবন্দি মানুষদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালান। 

এতে প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাজন আহমদ রানা, সঞ্জয় কুমার দে, শামীম আক্তার হোসেন ও বিক্রমজিত বর্ধনসহ প্রেসক্লাবের অনান্য সদস্যরা অংশ নেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি