ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৬ মে ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানায় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও পূর্ণ বেতনের দাবীতে সকাল থেকে সাইনবোর্ড এলাকায়সহ কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় রাস্থায় চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়।

এভা ফ্যাশনে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, পূর্ণ বেতন প্রদান, এম এ্যান্ড ডাব্লিউ ফ্যাশনে ৩ মাসের বকেয়া বেতন ও বেন্ডু ফ্যাশন বকেয়া বেতনের দাবীতে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। 

শ্রমিকরা জানায়, গত তিন মাস যাবত বকেয়া বেতন দিতে টালবাহানা, কারখানায় কোন প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও শ্রমিকদের কাজের পূর্ণ বেতন দেয়ার দাবীতে আমরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছি। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে কয়েক দফা চেষ্টা করেও তাদের সরাতে পারেনি। 

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি