ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

কুমিল্লায় আরও ১৬ জন করোনাক্রান্ত, মৃত্যু ১ জন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ৯ মে ২০২০

কুমিল্লা’র মানচিত্র

কুমিল্লা’র মানচিত্র

কুমিল্লায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫০ জন। নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ৮ জন, দেবীদ্বারে ৩ জন, সিটি কর্পোরেশনের ২ জন, লালমাইয়ে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন। এদের মধ্যে দেবীদ্বারে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেবীদ্বারে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫০ জন এবং ৭ জন মারা গেছেন। হোম আইসোলেশনে (সংঙ্গনিরোধ) চিকিৎসা নিয়ে ১৫০ জনের মধ্যে ২৯ জন সুস্থ্য হয়েছেন। 

আক্রান্তদের মধ্যে ৪১ জন, মুরাদনগরে ১৯  জন, লাকসামে ১৩ জন, চান্দিনায় ১১ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, নগরীতে ৯ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিণে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, লালমাইয়ে ২ জন ও চৌদ্দগ্রামে ২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৫০ জন ।

জেলায় ৩০০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে ২৭৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি