ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনার উপসর্গ নিয়ে সিওমেকের সাবেক পরিচালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১২ মে ২০২০

করোনার উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলম (৭২) মারা গেছেন।

মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে সিওমেক চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

ডা. মীর মাহবুবুল আলমের করোনার উপসর্গ দেখা দেয়ায় চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি