ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মুশফিক-তামিমদের দেয়া ত্রাণ ছিনতাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১৪ মে ২০২০ | আপডেট: ১৬:৪২, ১৪ মে ২০২০

চলমান করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি অনেক ব্যক্তি প্রতিষ্ঠানের ন্যায় এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্রথম সারির খেলোয়াড়রা। 

এরই অংশ হিসেবে গত ৪ মে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে জাতীয় দলের সাপোর্টিং স্টাফ মো. নাসিরের নিজ এলাকায়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালীরা তাতে বাধা দেন ও হামলা চালিয়ে ত্রাণ ছিনতাই করেন বলে অভিযোগ উঠেছে। 

এতে আহত হন নাসিরের বড়ভাই বাবুল মিয়া। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দেশের বিভিন্ন স্থানে ত্রাণ চুরির অনেক ঘটনা ঘটলেও ক্রিকেটারদের অর্থায়নে এমন সহায়তায় এটাই প্রথম হামলার ঘটনা। এ ঘটনায় বিস্মিত তামিমরা। 

জানা গেছে,  হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলেও তা আমলে নেয়া হয়নি। অভিযুক্তরাও এখন হামলা ও ত্রাণ লুটের ঘটনা অস্বীকার করছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি