ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৫ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৩০ মে ২০২১ | আপডেট: ১৭:৩৪, ৩০ মে ২০২১

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকার ঘোষিত দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের “ক্রেডিট হোলসেলিং কর্মসুচি”র অংশীদার হিসেবে পাঁচ কোটি টাকার ঋণের চেক বিতরণ করেছে ব্যাংক এশিয়া। 

২৭ মে ২০২১ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

এতে বিশেষ অতিথি ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। 

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ৮ জন গ্রাহকসহ সারাদেশের ৮৯ জন গ্রাহকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং এমএসএমই এন্ড এগ্রিকালচার ডিভিশন প্রধান মো. শামিনুর রহমানসহ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তাগণ ৪% সুদে এ ঋণ সুবিধা পাবেন যা সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। 

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি