ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মাদ্রাসায় কমেছে পাসের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৩১ মে ২০২০

Ekushey Television Ltd.

এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে মাদ্রাসায়। গত বছর যেখানে ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ, সেখানে এবছর ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৫১ শতাংশে। 

আজ রোববার সকাল ১১টায় শিক্ষামন্ত্রীর ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন। 

শিক্ষামন্ত্রী জানান, এবছর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এর মধ্যে পাস করেছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। 

এবার সম্মিলিত পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শূন্য। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

এসএসসির সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে আবারও শীর্ষে রাজশাহী। যেখানে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। তবে, আবারও ডুবেছে সিলেট। যেখানে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। 

এছাড়া, ঢাকায় ৮২ দশমিক ৩৪, কুমিল্লায় ৮৫ দশমিক ২২, বরিশালে ৭৯ দশমিক ৭০, ময়মনসিংহে ৮০ দশমিক ১৩, যশোরে ৮৭ দশমিক ৩১, চট্টগ্রামে ৮৪ দশমিক ৭৫ ও দিনাজপুরে ৮২ দশমিক ৭৩ শতাংশ।  

এর মধ্যে জিপিএ-৫ এ শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বোর্ড। 

এএআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি