ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিল কোয়ান্টাম স্কুলের শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:৩৪, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। 

সোমবার (১৫ আগস্ট) বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় এবং কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং জাতির পিতাকে হারানোর এই শোককে তারা শক্তিতে রূপান্তর করে নৈতিক ও মানবিক সোনার বাংলা গড়ার প্রত্যয়ন করে।

২০০১ সালে মাত্র সাত জন ম্রো জাতিগোষ্ঠীর শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে আবাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। 

ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তারা।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি