ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ইবির নতুন প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১৮ জুলাই ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন  প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়। 

এতে বলা হয়, প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ. কে. এম শরীফ উদ্দীনকে ১৫ জুলাই থেকে প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক ছিলেন।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ কে এম শরীফ উদ্দীন বলেন, এটা আসলে অনেক বড় দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ের সকল দফতরের সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা কামনা করছি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি