ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইসলামী ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন জাকারিয়া ইসলাম বাবু।

শনিবার (৩ জানুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বাবু শাখা সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাথী সমাবেশে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাইম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সাথীদের পরামর্শক্রমে সভাপতি মনিরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকারিয়া ইসলাম বাবুকে মনোনীত করেন।

উল্লেখ্য, মনিরুল ইসলাম ২০২৫ সেশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, জাকারিয়া ইসলাম বাবু একই সেশনে শাখা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি