এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৮:১১, ৪ জানুয়ারি ২০২৬
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান কর্মসূচিটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান।
রোববার (৪ জানুয়ারি) সাভারের আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়টির পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।
শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষাকে গ্রাম ও নগর পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের যাত্রা শুরু হয়। ৩০ বছর পর সেই যাত্রা আজ পূর্ণতা পেয়েছে, যা নিঃসন্দেহে গৌরবের। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এইউবি থেকে প্রাপ্ত সম্মাননার জন্য কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস অত্যন্ত গৌরবের। টানা ৩০ বছর ধরে এইউবি নিরবিচ্ছিন্নভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতি বছর নৈতিক মানসম্পন্ন গ্র্যাজুয়েট জাতিকে উপহার দিচ্ছে। তিনি এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, উচ্চশিক্ষার বাতিঘর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার আলো আরও বিস্তৃত করুক এবং দিগন্তজুড়ে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত ৩০ বছরে এই দেশকে মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই কার্যক্রম এগিয়ে নিতে তরুণদেও এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবি উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান বলেন, 'স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সৎ, যোগ্য এবং দক্ষজনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। আগামীতে এইউবি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবে।
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ৪ বিশিষ্ঠ ব্যক্তির হাতে তুলে দেয়া হয় “এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড—২০২৬”।
এ বছর শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এ সম্মাননা লাভ করেন।
আলোচনা সভাশেষে কেক কেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এইউবির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজ এর মেম্বার ও সিন্ডিকেট সদস্যরা। এছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও সমাজকর্ম বিভাগের প্রভাষক হিজবুন্নাহার তানিয়া।
উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে, এছাড়াও আয়োজনে ভলান্টিয়ারদের শৃংখলা ছিল চোখে পড়ার মত। ছাত্রছাত্রীসহ সবার প্রত্যাশা এশিয়ান হবে উচ্চ শিক্ষায় আগামী দিনের রোল মডেল।
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ অলিম্পিয়াড, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, আন্তর্জাতিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামেলি ডে।
এমআর//
আরও পড়ুন










