ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন করতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে ওই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতাগুলোয় এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। 

আরও বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওয়েবসাইটগুলো নিম্নরূপ:

চিত্রাঙ্কন : https://art.infostudents.com

কবিতা আবৃত্তি : https://poem.infostudents.com

একক বিতর্ক : https://debate.infostudents.com

গজল : https://gazal.infostudents.com

ক্রিকেট : https://cricket.infostudents.com

ফুটবল : https://football.infostudents.com

ব্যাডমিন্টন : https://badminton.infostudents.com

কারাতে : https://karate.infostudents.com

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি