ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

‘শর্তপূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২১ ডিসেম্বর ২০১৭

শর্ত পূরণে ব্যর্থ দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বলেন, শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান।

সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করেনি। তাই তাদের বিরুদ্ধে বসে থাকার সুযোগ নেই। এভাবে তারা বেশি দিন চলতে পারবে না। তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ওই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে যায়নি, তাদের উপর অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে।

সমাবর্তন বক্তা হিসেবে ড. আকবর আলি খান বলেন, শিক্ষার্থীদের অবশ্যই সবার আগে সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। তাকে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে; তাকে মানুষের মতো মানুষ হতে হবে। সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কে এম মোহসীন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

এমজে/ এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি