ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ড. সফিক আহমেদ সিদ্দিক বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক ১ মার্চ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ট্রাস্টের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ১৯৭৪ সালে ড. সফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৬ এবং ১৯৯৩ সালে যথাক্রমে সহকারী এবং সহযোগী অধ্যাপক হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন। 

২০০৫ সাল থেকে একই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক হিসেবে ব্রুনাই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেন। ১৯৭৮ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিষয়ে তিনি এমএসসি শেষ করেন। বিজ্ঞপ্তি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি