ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল ল্যাব উদ্বোধন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।  

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ ল্যাব উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে ‘আলোচনা সভা ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।    

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.ফরিদ উদ্দিন আহমদ, চবির আইসিটি পরিচালক অধ্যাপক ড. হামিফ ছিদ্দিক।   

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি