ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

অস্ট্রেলিয়ায় আরটিপি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২১ আগস্ট ২০১৯

অস্ট্রেলিয়া সরকারের আওতাধিন রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ২০২০-২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির কিছু নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম (গবেষণা-ভিত্তিক মাস্টার্স এবং ডক্টরাল) এর জন্য এ স্কলারশিপটি প্রদান করা হয়। প্রতি বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিয়ে থাকে অস্ট্রেলিয়ার সরকার।

আবেদনের যোগ্যতা:

১. আইইএলটিএস (IELTS) বা টোফেল (TOFEL) কোর্স সম্পন্ন করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বর্ণিত জিএটি, জিআরই, জিএমএটি বা অন্য কোনও প্রয়োজনীয়তা কোর্স থাকলে, তা সম্পন্ন করতে হবে।

৩. আপনি যদি মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। আর যদি ডক্টরাল অর্জনের অন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।

৪. আইইএলটিএসে (IELTS) ন্যূনতম স্কোর ৬.৫ হতে হবে। কোনো ব্যান্ডেই ৬ এর নিচে স্কোর গ্রহণযোগ্য হবে না। 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:

১. শিক্ষাগত যোগ্যতার সনদসহ ট্রান্সকিপ্টের ফটোকপি।

২. রিসার্চ প্রপোজাল।

৩. মোটিভেশন লেটার।

৪. রিকন্ডেশন লেটার।

৫. সিভি।

৬. পাসপোর্টের স্ক্যান কপি।

আবেদনের প্রক্রিয়া:

বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে উক্ত ডিগ্রির যোগ্যতা যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা তালিকাটি আরটিপিকে প্রেরণ করে। স্কলারশিপটির জন্য আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়ে না।

স্কলারশিপের সুবিধাসমূহ:

১. সম্পূর্ণ টিউশন ফি (মাস্টার্সের জন্য ২ বছর এবং ডক্টরালের জন্য ৪ বছর)

২. লিভিং অ্যালাউন্স হিসেবে ২,৮০০ অস্ট্রেলিয়ান ডলার (১৬ লক্ষ টাকা) পাবে

৩. স্বাস্থ্য বীমা

৪. গবেষণার জন্য আনুষঙ্গিক খরচ

আবেদনের সময়সীমা:

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী আবেদনের সময়সীমায় পার্থক্য দেখা যায়। তবে আরটিপি স্কলারশিপ এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সাধারনত দেখা যায়, ১ ডিসেম্বরের মধ্যেই আরটিপি স্কলারশিপের রেজাল্ট ঘোষণা করা হয়।

প্রয়োজনে: https://www.education.gov.au/research-training-program

টিআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি