ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রাবিতে দূর্গাপূজা উপলক্ষে পাঁচদিনের ছুটি

রাবি সংবাদদাতা:

প্রকাশিত : ২০:০০, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:০২, ২ অক্টোবর ২০১৯

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যে ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কারণে আরো দুই দিন ছুটি বেড়ে মোট পাঁচ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি রয়েছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, ছুটি শেষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা চলবে ও অফিস খোলা থাকবে।
পূজার পাঁচ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী।

আরকে//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি