ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন শুরু ১৫ অক্টোবর

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার আবেদন ১৫ অক্টোবর শুরু হবে।

গত ২ অক্টোবর শাবিপ্রবির ভর্তি কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। সভায় চলতি বছরের ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে বলে নিশ্চিত করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান শাহীদ ইকবাল।

উল্লেখ্য, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে তিনটি বিভাগে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি