ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রাবির ৮ শিক্ষার্থী পেল ইউজিসি মেধাবৃত্তি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:০৬, ২০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮ শিক্ষার্থী। অনুষদ প্রতি সর্বোচ্চ মেধাতালিকা থেকে তাদেরকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়।

ইউজিসির বৃত্তি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের আরবি বিভাগের আবু বকর ছিদ্দিক, আইন অনুষদের আইন বিভাগের মাহবুব উল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শারমিন আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাকসুদা খানম দিবা, জীব ও ভূবিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নাঈমা জিনাত, প্রকৌশল অনুষদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মাহফুজুর রহমান, কৃষি অনুষদের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের রুমি খাতুন।

মেধাবৃত্তির অধীনে শিক্ষার্থীদের প্রত্যেককে ১ বছরের বৃত্তি বাবদ ৯ হাজার টাকা ও বই পুস্তক ক্রয় বাবদ দেড় হাজার টাকাসহ মোট ১০ হাজার ৫০০ টাকা দেয়া হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে ইউজিসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি