ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আবিপ্রবির সাথে জার্মানীর এনজেলবাট ও জিআইজেডের সমঝোতা স্মারক সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) সাথে জার্মানির প্রতিষ্ঠান এনজেলবাট স্ট্রাউস ও জিআইজেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওএউ) সই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, এনজেলবাট স্ট্রাউসের পক্ষে প্রতিষ্ঠানটির মালিক স্টেফেন স্ট্রাউস ও জিআইজেডের কোঅর্ডিনেটর অব টেক্সটাইল ক্লাস্টার ওয়ার্নার লাংগে এমওইউতে সই করেন।

চুক্তি অনুযায়ী এনজেলবাট জার্মানীতে বিশ্ববিদ্যালয়ের একটি সাসটেনেবিলিটি চেয়ার ও শিক্ষকের ব্যবস্থাসহ জার্মানীতে ট্রেনিংয়ের ব্যয় ভার বহন করবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এম. এ. মোক্তাদির, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আমানউল্লাহ, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর, টেক্সটাইল বিভাগের প্রধান মো. রুহুল আমিন, টেক্সটাইল বিভাগের প্রফেসর লাল মোহন বড়াল ও তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

টিআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি