ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ইবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ৮ মার্চ ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টেকসই উন্নয়ন শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। উন্নয়ন বিভাগের আয়োজনে সম্মেলনটি চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক বিভাগের সম্মানিত সদস্য ড. শামসুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এ সম্মেলনের সম্বন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং উন্নয়ন অধ্যায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু।

প্রথম দিনে দিনব্যাপী প্রবন্ধ উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী এ সম্মেলনের সহযোগীতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগ এবং ফিনল্যান্ডের ট্রেমপার বিশ^বিদ্যালয়ের শিক্ষা এবং সংস্কৃতি বিভাগ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি