ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কবি নজরুলে ডিপ্রেশন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ সেমিনার অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফে এর উদ্যোগে ডিপ্রেশন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সাদিয়া তাসনিন-এর সঞ্চালনায় রাফিয়া রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা আওয়াল, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনটির মেন্টর লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক অলি উল্লাহ প্রমুখ। বক্তারা ডিপ্রেশনের কারণ ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাকার মুস্তাফা, সংগঠনের সভাপতি মাহমুদা স্বর্ণা, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জুঁই সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি